54

“আর যদি তোমরা আকার-ইঙ্গিতে নারীদের বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের অন্তরে গোপন রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই; আল্লাহ অবগত আছেন যে, তোমরা তাদের বিষয় আলোচনা করবে, কিন্তু গোপনভাবে তাদেরকে প্রতিশ্রুতি দান করিও না, বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো; এবং নির্ধারিত সময় পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করিও না; এবং এটিও জেনে রেখো যে, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা অবগত। অতএব তোমরা তাঁকে ভয় করো এবং জেনে রেখ যে, আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।”

(সূরাতুল বাকারা : ২৩৫)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.