105

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো: “কোন রমণী সর্বোত্তম?”

উত্তরে তিনি বলেন: “স্বামী যে স্ত্রীর প্রতি তাকালে তাকে সন্তুষ্ট করে দেয়, স্বামী কোনো নির্দেশ করলে তা (যথাযথভাবে) পালন করে এবং নিজের প্রয়োজনে ও ধন-সম্পদের ব্যাপারে স্বামীর ইচ্ছার বিরুদ্ধাচরণ করে না।””

(মিশকাতুল মাসাবিহ : ৩২৭২; হাসান)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.