108

মু’আবিয়াহ আল-কুশাইরী (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:
“একদা আমি রাসূলুল্লাহ (সা.)-এর নিকট এসে বললাম: “আমাদের স্ত্রীদের (হক) সম্পর্কে আপনি কী বলেন?”

তিনি বললেন: “তোমরা যা খাবে, তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যা পরবে, তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না।””

(আবূ দাউদ : ২১৪৪)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.