আয়িশাহ (রা.) বলেছেন:
“রাসূলুল্লাহ (সা.) তাঁর এক স্ত্রীকে চুমু দিলেন, অতঃপর সালাত আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু উযূ করেননি।”
উরওয়াহ (রা.) বললেন: “আপনিই সেই ব্যক্তি?”
এতে তিনি [আয়িশাহ (রা.)] হাসলেন।
(ইবনু মাজাহ : ৫০২; তিরমিজি : ৮৬)
{বিশেষ দ্রষ্টব্য:
১. চুমুর প্রকারভেদ রয়েছে।
২. উল্লেখিত উযূর ক্ষেত্রে মতভেদ রয়েছে।}