115

আমির (রহ.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“একদা আবদুল্লাহ ইবন আমর (রা.)-এর নিকটে লোকজন উপস্থিত ছিল, এমন সময় এক ব্যক্তি তাঁর নিকট এসে বসলো এবং তাঁকে বললো: “আপনি রাসূলুল্লাহ (সা.) হতে যে সকল হাদীস শুনেছেন, তার কিছু আমাকে শোনান।”

তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি:

“প্রকৃত মুসলিম ঐ ব্যক্তি, যার মুখ ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুজাহির ঐ ব্যক্তি, যে আল্লাহ নিষিদ্ধ বস্তু হতে দূরে থাকে।”””

(আবূ দাউদ : ২৪৭৩;
ইসলামিক ফাউন্ডেশন)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.