আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
নবী (সা.) বলেছেন:
“স্বপ্ন তিনি প্রকার।:
১. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ,
২. বান্দার মনের খেয়াল,এবং
৩. শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু।
অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে, তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে সালাত আদায় করে।”
(ইবনু মাজাহ : ৩৯০৬)