118

আনাস (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“আল্লাহ তা’আলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চাইতেও বেশী খুশী হন, যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে তা পেয়ে যায়।”

(বুখারী : ৬৩০৯)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.