আয়িশাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“এক মহিলা তার দু’টি মেয়েকে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলো। আমার কাছে একটি খুরমা ছাড়া আর কিছুই সে পেলো না। আমি তাকে সেটি দিয়ে দিলাম। মহিলা তার দু’মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। ইতিমধ্যে নবী (সা.) এলেন। আমি তাকে ঘটনাটি জানালাম।
তখন তিনি বললেন: “যাকে এ সকল কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, এরপর সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়-স্বরূপ হবে।””
(বুখারী : ৫৯৯৫)