128

আলক্বামাহ (রা.) হতে বর্ণিত:
তিনি বলেন,
“আমি আবদুল্লাহ ইবনু মাস’ঊদের (রা.) সাথে মিনায় হাঁটছিলাম। এ সময় উসমান (রা.)-এর সাথে দেখা হলে তিনি আবদুল্লাহ (রা.)-এর সাথে নির্জনে আলাপ করেন। অতঃপর আবদুল্লাহ (রা.) যখন দেখলেন, এ বিষয়ে তার কোনো প্রয়োজন নেই, তখন তিনি আমাকে বললেন: “হে আলক্বামাহ! এদিকে এসো।”

আমি এলে উসমান (রা.) তাঁকে বললেন: “হে আবূ আবদুর রহমান! আমরা কি আপনার সাথে একটি কুমারী মেয়ে বিয়ে দিবো, যাতে আপনি অতীতের প্রাণচাঞ্চল্য ফিরে পান?”

আবদুল্লাহ (রাঃ) বললেন: “আমি এরূপ এজন্যই বলেছি যে, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি:

“তোমাদের কেউ বিয়ের সামর্থ্য রাখলে সে যেনো অবশ্যই বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং যৌন জীবনকে সংযমী করে। আর যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নেই, সে যেনো অবশ্যই সাওম পালন করে। কারণ, সাওম তার যৌনস্পৃহা দমনকারী।”””

(আবু দাউদ : ২০৪৬)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.