সামুরা (রা.) হতে বর্ণিত,
(বিয়ে না করে) চিরকুমার থাকতে রাসূলুল্লাহ (সা.) বারণ করেছেন।
যাইদ ইবনু আখযাম (রা.)-এর বর্ণিত হাদীসে আরো আছে, এ আয়াতটি কাতাদাহ (রা.) পাঠ করেন:
“আমরা আরো অনেক রাসূলকেই (আ.) তোমার পূর্বে প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দিয়েছি।”
(সূরাতুর রা’দ : ৩৮)
(তিরমিজী : ১০৮২)