134

হুমায়দ ইবনু আবদুর রাহমান ইবনু আওফ (রা.) মুআবিয়া ইবনু আবূ সুফইয়ান (রা.)-কে বলতে শুনেছেন, যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে (ভাষণ দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন:

“হে মদিনাবাসী! তোমাদের আলিম সমাজ কোথায়? আমি শুনেছি, রাসূলুল্লাহ (সা.) এরূপ জিনিস নিষেধ করেছেন এবং তিনি বলেছেন: “বনী ইসরাঈল তখনই হালাক হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব গ্রহণ করেছে।””

(মুসলিম : ৫৩৯৩)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.