আনাস (রা.) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) কর্তৃক নির্ধারিত সাদাকাহ সম্পর্কে আবূ বকর (রা.) তাঁর কাছে একটি ফরমান পাঠান। এতে লিখেন যে:
“সাদাকাহ প্রদানের আশংকায় যেন বিচ্ছিন্ন মালকে একত্রিত করা না হয় এবং একাত্রিত মালকে যেন বিচ্ছিন্ন করা না হয়।”
(বুখারী : ৬৯৫৫)