137

আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথীরূপে তার সঙ্গে যায়। অতঃপর দু’টি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায়। সঙ্গে গমন করে পরিবার-পরিজন, ধন সম্পদ এবং তার ‘আমল। তার জাতি-গোষ্ঠী ও ধন-সম্পদ ফিরে আসে আর কেবল তার ‘আমল থেকে যায়।”

(মুসলিম : ২৯৬০)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.