139

আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:
“একবার লোকেরা রাসূলুল্লাহ (সা.)-এর সাথে হিজর তথা সামূদ সম্প্রদায়ের জনপদে পৌঁছালেন। অতঃপর লোকেরা সেখানকার কুয়া হতে পানি উঠালেন এবং এর দ্বারা আটার খামীর তৈরি করলেন। রাসূলুল্লাহ (সা.) তাদেরকে এ সংগৃহীত পানি ফেলে দেয়া এবং খামীর উষ্ট্রিকে খাওয়াবার আদেশ দিলেন। আর তাদেরকে ঐ কুপ হতে পানি সংগ্রহ করার নির্দেশ দিলেন, যে কূপ হতে সালিহ (আ.)-এর উষ্ট্রী পানি পান করতো।”

(মুসলিম : ৭১৯৬)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.