143

নবী (সা.)-এর সহধর্মিণী আয়িশাহ (রা.) হতে বর্ণিত,

তিনি বলেন: “একদিন রাসূল (সা.) বললেন: “হে আয়িশাহ! এই যে জিবরীল (আ.) তোমাকে সালাম বলেছেন।”

তিনি বললেন: “তাঁর উপরও আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।””

এরপর তিনি (আয়িশাহ) বললেন: “নবী (সা.) তো দেখতে পান, যা আমি দেখি না।”

(বুখারী : ৬২০১)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.