ইবনু ‘আব্বাস (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
নবী (সা.) বলেছেন:
“তোমাদের কেউ তাঁর স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে,
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
“আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ! তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে, তাকেও শয়তান থেকে দূরে রাখো।”
তারপর (এ মিলনের দ্বারা) তাদের কিসমতে কোনো সন্তান থাকলে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না।”
(বুখারী : ১৪১)