145

আবূ মূসা (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“(একদা) আমি এবং আমার দুই চাচাত ভাই নবী (সা.)-এর নিকট উপস্থিত হলাম।

ঐ দুই ব্যক্তির একজন বললো: “ইয়া রাসূলুল্লাহ (সা.)! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত রাজ্যের কর্তৃত্ব প্রদান করেছেন, তার কিছু অংশে আমাদেরকে আমীর নিযুক্ত করুন।”

অপরজনও অনুরূপ বললো।

তখন তিনি বললেন: “আল্লাহর কসম! আমরা এমন কাউকে নের্তৃত্বে আসীন করিনা, যে তার জন্য প্রার্থী হয় এবং যে তার জন্য লালায়িত হয়।””

(মুসলিম : ৪৫৬৬;
ইসলামিক ফাউন্ডেশন)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.