মুগীরা (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“নবী (সা.) রাত্রি জাগরণ করতেন” অথবা রাবী বলেছেন,
“সালাত আদায় করতেন; এমনকি তাঁর পদযুগল অথবা তাঁর দু’ পায়ের গোছা ফুলে যেত। তখন এ ব্যাপারে তাঁকে বলা হলো: “এত কষ্ট কেনো করছেন?”
তিনি বলতেন: “তাই বলে আমি কি একজন শুকরগুযার বান্দা হবো না?””
(বুখারী : ১১৩০)