আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত,
“নবী (সা.)-এর কাছে (খাইবারের) ইয়াহুদীরা তাদের এক পুরুষ ও এক স্ত্রীলোককে হাযির করলো, যারা যিনা করেছিল। তখন তিনি তাদের উভয়কে (রজম করার) নির্দেশ দেন। মসজিদের পাশে জানাযার স্থানের কাছে তাদের দুইজনকে রজম (পাথর নিক্ষেপ) করা হলো।”
(বুখারী : ১৩২৯)