150

আয়িশাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“নবী (সা.) আমার কাছে এলেন, তখন আমার নিকট দু’টি মেয়ে বু’আস যুদ্ধ সংক্রান্ত কবিতা আবৃত্তি করছিলো। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন।

এ সময় আবূ বকর (রা.) এলেন, তিনি আমাকে ধমক দিয়ে বললেন: “শয়তানী বাদ্যযন্ত্র (দফ) বাজানো হচ্ছে নবী (সা.)-এর কাছে।”

তখন রাসূলুল্লাহ (সা.) তার দিকে মুখ ফিরিয়ে বললেন: “তাদের ছেড়ে দাও।”

তারপর তিনি যখন অন্য দিকে ফিরলেন, তখন আমি তাদের ইঙ্গিত করলাম এবং তারা বের হয়ে গেল।

আর ঈদের দিন সুদানীরা বর্শা ও ঢালের দ্বারা খেলা করতো। আমি নিজে (একবার) রাসূলুল্লাহ (সা.)-এর কছে আরয করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন: “তুমি কি তাদের খেলা দেখতে চাও?”

আমি বললাম: “হ্যাঁ”,
তারপর তিনি আমাকে তাঁর পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে, আমার গাল ছিল তার গালের সাথে লাগানো।

তিনি তাদের বললেন: “তোমরা যা করতে ছিলে, তা করতে থাকো, হে বনু আরফিদা।”

পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তথন তিনি আমাকে বললেন: “তোমার কি দেখা শেষ হয়েছে?”
আমি বললাম: “হ্যাঁ”,
তিনি বললেন: “তা হলে চলে যাও।””

(বুখারী : ৯৪৯ – ৯৫০)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.