বুসর ইবনু সাঈদ (র.) হতে বর্ণিত,
যায়িদ ইবনু খালিদ আল জুহানী (রা.) তাঁকে আবূ জুহাইম (রা.)-এর নিকট এ কথা জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছিলেন যে, সালাতরত ব্যক্তির সম্মুখ দিয়ে গমনকারী সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-এর নিকট থেকে তিনি কী শুনেছেন।
আবূ জুহাইম (রা.) বলেন,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“যদি সালাতরত ব্যক্তির সম্মুখ দিয়ে গমনকারী ব্যক্তি জানতো যে, তার উপর কী পাপের বোঝা চেপেছে, তবে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকাও তার পক্ষে তা অপেক্ষা উত্তম হতো।”
আবূন-নাযর বলেন: “আমি জানিনা, তিনি চল্লিশ দিন বলেছেন কিংবা মাস অথবা বছর।”
(মুসলিম : ৫০৭)