আবূ সাঈদ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-কে আযল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন:
“সব তরলেই সন্তান জন্ম হয় না। মূলত আল্লাহ যখন কোনো বস্তু সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না।”
(মুসলিম : ৩৪২৩)
[আযল = দাম্পত্য মিলনের সময় স্ত্রী প্রজননাঙ্গের বাইরে বীর্যপাত করার চেষ্টা করা।]