“তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। সুতরাং, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছে গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো, এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, তোমাদেরকে তাঁর কাছে হাজির হতে হবে। আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও।”
(২. সূরাতুল বাকারাহ : ২২৩)