আবদুল্লাহ ইবনু আমর (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন:
“আমাকে তোমার সম্পর্কে অবহিত করা হয়েছে যে, তুমি সারারাত দাঁড়িয়ে সালাত আদায় করো এবং দিনের বেলা সিয়াম পালন করো?”
আমি বললাম: “আমি অবশ্য করি।”
তিনি বললেন: “তুমি এরূপ করতে গেলে অনিদ্রার কারণে তোমার চোখ কোটরাগত হবে এবং তুমি দুর্বল হয়ে পড়বে। তোমার চোখের হক রয়েছে, তোমার দেহের হক রয়েছে, এবং তোমার পরিবার-পরিজনের হক রয়েছে। অতএব, তুমি রাতে ইবাদতও করবে এবং নিদ্রাও যাবে। সাওমও পালন করবে, আবার তা বাদও দেবে।”
(মুসলিম : ২৬০৯;
ইসলামিক ফাউন্ডেশন)