আয়িশাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলল্লাহ (সা.) বলেছেন:
“দু’বার করে আমাকে স্বপ্নযোগে তোমাকে দেখানো হয়েছে।
এক ব্যক্তি রেশমী কাপড়ে জড়িয়ে তোমাকে নিয়ে যাচ্ছিল, আমাকে দেখে বলল: “এই হচ্ছে তোমার স্ত্রী।”
তখন আমি পর্দা খুলে দেখি, সে তুমিই।”
তখন আমি বললাম: “এ স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তবে তিনি বাস্তবে পরিণত করবেন।”
(বুখারী : ৫০৭৮)