“আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিতে জানিয়েছেন যে, “তুমি পাহাড়ে ও গাছে, এবং তারা (মানুষ) যে গৃহ নির্মাণ করে, তাতে নিবাস বানাও।
অতঃপর তুমি প্রত্যেক ফল (ফুল) থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো।” তার পেট থেকে এমন পানীয় বের হয়, যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে।”
(১৬. সূরাতুন নাহল : ৬৮ – ৬৯)