“আর বহু নবী ছিলেন, তাদের সাথে থেকে বিরাট সংখ্যক (ঈমান ও আমলে সালিহর উপর প্রশিক্ষণপ্রাপ্ত) লোক যুদ্ধ করেছেন। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল, তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।”
(৩. সূরাহ আলি ‘ইমরান : ১৪৬)