“আর তিনিই সমুদ্রকে অধীন করেছেন, যাতে তোমরা তা হতে তাজা গোশত আহার করতে পারো, এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণরূপে পরিধান করে থাকো; এবং তোমরা দেখতে পাও, ওর বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এ জন্য যে, তোমরা যেন তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো।”
(১৬. সূরাতুন নাহল : ১৪)