ইবনু মাস’ঊদ (রা.) থেকে বর্ণিত,
তিনি বলেন,
আমি নবী (সা.) বলেছেন:
“কেবল মাত্র দু’ধরনের ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা যেতে পারে, একজন এমন ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ন্যায়পথে তা ব্যয় করার মতো ক্ষমতাবান বানিয়েছেন। অপরজন এমন ব্যক্তি, যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন, (যে) সে অনুযায়ী ফয়সালা দেন ও অন্যান্যকে তা শিক্ষা দেন।”
(বুখারী : ১৪০৯)