আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
নবী (সা.) বলেছেন:
“কেউ কোনো মুসলিম গোলাম আযাদ করলে আল্লাহ সেই গোলামের প্রত্যেক অঙ্গের বিনিময়ে তার একেকটি অঙ্গ (জাহান্নামের) আগুন থেকে মুক্ত করবেন।”
সাঈদ ইবনু মারজানা (রা.) বলেন: “এ হাদীসটি আমি আলী ইবনু হুসায়ন (রা.)-এর খিদমতে পেশ করলাম। তখন আলী ইবনু হুসায়ন (রা.) তাঁর এক গোলামের কাছে উঠে গেলেন, যার বিনিময়ে আবদুল্লাহ ইবনু জা’ফার (রা.) তাকে দশ হাজার দিরহাম কিংবা এক হাজার দ্বীনার দিতে চেয়েছিলেন এবং তিনি তাকে আযাদ করে দিলেন।”
(বুখারী : ২৫১৭)