177

আনাস (রা.) হতে বর্ণিত,
তিনি বলেছেন:

“নবী (সা.)-এর সম্মুখ দিয়ে এক জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকটি সম্পর্কে সবাই প্রশংসা করছিলেন।
তিনি বললেন, “ওয়াজিব হয়ে গেছে।”

পরে আরেকটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো (কিংবা বর্ণনাকারী অন্য কোনো শব্দ বলেছেন)।
তিনি বললেন, “ওয়াজিব হয়ে গেছে।”

তখন বলা হলো: “ইয়া রাসূলুল্লাহ! এ ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়াজিব হয়ে গেছে; আবার ঐ ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়াজিব হয়ে গেছে।”

তিনি বললেন: “মানুষের সাক্ষ্য (গ্রহণযোগ্য) আর মু’মিনগন হলেন পৃথিবীতে আল্লাহর সাক্ষ্যদাতা।””

(বুখারী : ২৬৪২)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.