ইবনু উমর (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
উমর (রা.) মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন:
“(হামদ ও সালাতের পর জেনে রাখো) মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে। আর তা তৈরি হয় পাঁচ প্রকারের জিনিস থেকে: আঙ্গুর, খেজুর, মধু, গম, ও যব। আর মদ হলো তাই, যা বিবেক-বুদ্ধিকে বিলোপ করে দেয়।”
(বুখারী : ৫৫৮১)