আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“রাসূলুল্লাহ (সা.) একদা আমার উভয় কাঁধ ধরে বললেন:
“তুমি এ দুনিয়াতে একজন মুসাফির অথবা পথযাত্রীর মতো থাকো।””
আর ইবনু উমর (রা.) বলতেন: “তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না, এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবকাশে পিড়ীত অবস্থার জন্য সঞ্চয় করে রেখো। আর জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিও।”
(বুখারী : ৬৪১৬)