188

ইবনু আব্বাস (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“আমি রাসূলুল্লাহ (সা.), আবূ বকর (রা.), উমর (রা.), এবং উসমান (রা.) এর সঙ্গে (ঈদের) সালাতে হাযির ছিলাম। তারা সবাই খুতবার আগে সালাত আদায় করতেন।”

(বুখারী : ৯৬২)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.