189

আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা.) তাঁকে বলেছেন:

“আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় সালাত হলো দাউদ (আ.)-এর সালাত। আর আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হল দাউদ (আ.)-এর সিয়াম। তিনি [দাউদ (আ.)] অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, এক তৃতীয়াংশ তাহাজ্জুদ পড়তেন এবং রাতের ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন করতেন না। ”

(বুখারী : ১১৩১)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.