190

উম্মে আতিয়্যা (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“ঈদের দিন আমাদের বের হওয়ার আদেশ দেওয়া হতো। এমনকি আমরা কুমারী মেয়েদেরকেও অন্দরমহল থেকে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দু’আর সাথে দু’আ করতো, তারা আশা করতো সে দিনের বরকত এবং পবিত্রতা।”

(বুখারী : ৯৭১)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.