194

আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) হতে বর্ণিত,

তিনি বলেন,
“আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম। অথচ আমি রাসূলুল্লাহ (সা.)-কে (আয়াতটি) অন্যরূপ পড়তে শুনেছি। আমি তার হাত ধরে তাকে রাসূলুল্লাহ (সা.)-এর কাছে নিয়ে এলাম।

তিনি বললেন: “তোমরা উভয়েই ঠিক পড়েছ।””

শু’বা (রহ.) বলেন,
“আমার মনে হয় তিনি বলেছিলেন:
“তোমরা বাদানুবাদ করো না। কেননা, তোমাদের পূর্ববর্তীরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে।””

(বুখারী : ২৪১০)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.