195

হিশাম (রহ.) হতে বর্ণিত,
“আমার পিতা আমাকে অবগত করলেন যে,
হাকীম ইবনু হিযাম (রা.) জাহিলী যুগে একশ’ গোলাম আযাদ করেছিলেন এবং আরোহণের জন্য একশ’ উট দিয়েছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখনও একশ’ উট বাহন হিসাবে দান করেন এবং একশ’ গোলাম আযাদ করলেন। তিনি বলেন,
“আমি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম: “ইয়া রাসূলুল্লাহ! জাহেলী যুগে কল্যাণের উদ্দেশ্যে যে কাজগুলো আমি করতাম, সেগুলো সম্পর্কে আমাকে অবহিত করুন।”

তিনি বলেন,
তখন রাসূলুল্লাহ (সা.) বললেন: “তোমার পিছনের আমলগুলোর কল্যাণেই তো তুমি ইসলাম গ্রহণ করেছো।”””

(বুখারী : ২৫৩৮)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.