198

সালামা ইবনু আকওয়া (রা.) হতে বর্ণিত,
“একদিন নবী (সা.)-এর কাছে সালাতে জানাযা আদায়ের জন্য একটি জানাযা উপস্থিত করা হলো।

তখন নবী (সা.) জিজ্ঞাসা করলেন: “তার কি কোনো ঋণ আছে?”

সাহাবীগণ বললেন: “না।”

তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন। তারপর আরেকটি জানাযা উপস্থিত করা হলো।

তিনি জিজ্ঞাসা করলেন: “তার কি কোনো ঋণ আছে?”

সাহাবীগন বললেন: “হ্যাঁ।”

তিনি বললেন: “তোমাদের সাথীর সালাত জানাযা তোমরাই আদায় করে নাও।”

আবূ কাতাদা (রা.) বললেন: “ইয়া রাসূলুল্লাহ! তার ঋণের দায়-দায়িত্ব আমার উপর।”

তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন।””

(বুখারী : ২২৯৫)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.