জাবির ইবনু আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“আমি নবী (সা.)-এর সঙ্গে যুদ্ধে শরীক হই।
তখন তিনি বলেন: “তুমি কি মনে করো, তোমার উটটি আমার নিকট বিক্রি করবে কি?”
আমি বললাম: “হ্যাঁ।”
তারপর আমি সেটি তাঁর নিকট (ধারে) বিক্রি করলাম। পরে তিনি মদিনায় এলেন, আমি সকাল বেলা উটটি নিয়ে তাঁর নিকট গেলাম। তখন তিনি আমাকে এর দাম দিলেন।”
(বুখারী : ২৩৮৫)