200

রাফি’ ইবনু খাদীজ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
“আমরা নবী (সা.)-এর সঙ্গে আসরের সালাত আদায় করে উট যবেহ করতাম। তারপর সে মাংস দশ ভাগে ভাগ করা হতো এবং সূর্যাস্তের পূর্বেই আমরা রান্না করা মাংস খেয়ে নিতাম।”

(বুখারী : ২৪৮৫)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.