জাবির (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“কেউ যদি কিছু দু’আ করে আর তা যদি কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারার দু’আ না হয়, তবে আল্লাহ তা’আলা অবশ্যই সে যা চায়, তা তাকে দেন কিংবা তার থেকে দূরীভূত হবে সে পরিমান মন্দ।”
(তিরমিযী : ৩৩৮১)