59

আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:
“আমি নবী (সা.)-কে জিজ্ঞাসা করলাম: “আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশী পছন্দনীয়?”

তিনি বললেন: “সময় মতো সালাত আদায় করা।”

আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন: “তারপর কোনটি?”

তিনি বললেন: “পিতা-মাতার সঙ্গে উত্তম ব্যবহার করা।”

আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন: “তারপর কোনটি?”

তিনি বললেন: “আল্লাহর রাস্তায় জিহাদ করা।””

আবদুল্লাহ বলেন: “নবী (সা.) এগুলো সম্পর্কে আমাকে বলেছেন। আমি যদি তাকে আরও বেশী প্রশ্ন করতাম, তিনি আমাকে অধিক জানাতেন।”

(বুখারী : ৫৯৭০)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.