62

আমর ইবনুল হারিস ইবনু মুসতালিক (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:

“বলা হয়, সবচেয়ে কঠিন আযাব হবে দুই ব্যক্তির:

১. স্বামীর অবাধ্যা স্ত্রীর,
এবং
২. এমন ইমামের, যাকে মুসল্লিরা অপছন্দ করে।”

রাবী মানসূর বলেন: “ইমাম সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলে আমাদের বলা হলো: “যালিম বা অন্যায়চারী ইমামদের বেলায়ই উক্ত কথা প্রযোজ্য। কিন্তু যে ইমাম সুন্নাতের প্রতিষ্টা করেন, তাঁর ক্ষেত্রে তাঁকে অপছন্দকারী ব্যক্তির উপরই গুনাহ বর্তাবে।””

(তিরমিজী : ৩৫৯)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.