মুগীরা (রা.) হতে বর্ণিত,
নবী (সা.) বলেছেন:
“আল্লাহ তা’আলা তোমাদের উপর হারাম করেছেন:
১. মা-বাবার নাফরমানী করা,
২. প্রাপকের প্রাপ্য আটক রাখা,
৩. যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য ঠিক নয়, তা তলব করা, এবং
৪. কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া।
আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন:
১. (অপ্রয়োজনীয়) গল্প-গুজব করা,
২. অপ্রয়োজনীয় প্রশ্ন করা, ও
৩. সম্পদ নষ্ট করা।”
(বুখারী : ৫৯৭৫)