আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমরা পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন হয়ো না, হিংসা করো না এবং একে অপর থেকে বিচ্ছিন্ন থেকো না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা ও পরস্পর ভাই-ভাই হয়ে থেকো। কোনো মুসলিমের জন্য জায়েয নয় যে, সে তার ভাই থেকে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকবে।”
(বুখারী : ৬০৭৬)