“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহ্র উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে;
অতঃপর তোমরা যদি বিপদাশংকা করো, তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। অতঃপর তোমরা যখন নিরাপদবোধ করো, তখন আল্লাহ্কে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না।”
(সূরাতুল বাকারাহ : ২৩৮ – ২৩৯)