Da'waat

54

“আর যদি তোমরা আকার-ইঙ্গিতে নারীদের বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের অন্তরে গোপন রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই; আল্লাহ অবগত আছেন যে, তোমরা তাদের বিষয় আলোচনা করবে, কিন্তু গোপনভাবে তাদেরকে প্রতিশ্রুতি দান করিও না, বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো; এবং নির্ধারিত সময় পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করিও না; এবং এটিও জেনে রেখো যে, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা অবগত। অতএব তোমরা তাঁকে ভয় করো এবং জেনে রেখ যে, আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।”

(সূরাতুল বাকারা : ২৩৫)

53

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যখন তোমাদের কারোও লোকমা পড়ে যায়, তখন সে যেন তা তুলে নেয়; আর তার থেকে ময়লা দূর করে নিয়ে যেন তা খেয়ে ফেলে এবং তা যেন শয়তানের জন্য রেখে না দেয়।”

(মুসলিম : ৫৪২১ ও ৫৪২৬)

52

উবাদা বিন সাবিত (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমরা আমার জন্য ছয়টি জিনিসের জামিন হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হবো।

(১) যখন কথা বলবে, তখন সত্য কথা বলবে;
(২) যখন ওয়াদা করবে, তখন তা পূর্ণ করবে;
(৩) তোমাদের কাছে আমানত রাখা হলে, তা রক্ষা করবে;
(৪) লজ্জাস্থান হিফাযত করবে;
(৫) দৃষ্টি অবনত রাখবে; এবং
(৬) তোমাদের হাতকে সংযত রাখবে।”

(ইবনু হিব্বান : ২৭১)

51

আয়িশাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেছেন:

“নবী (সা.) আমার কোলে হেলান দিয়ে কুর’আন তিলাওয়াত করতেন। আর তখন আমি ঋতুবতী ছিলাম।”

(বুখারী : ২৯৭)

50

আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত:

“রাসূলুল্লাহ (সা.) গোঁফ ছোট করতে এবং দাড়ি বড় করে রাখতে আদেশ করেছেন।”

(মুসলিম : ২৫৯)

49

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) একবার হাসান ইবনু আলী (রা.)-কে চুম্বন করেন। ঐ সময় তার নিকট আকরা ইবনু হাবিস তামীমী (রা.) বসে ছিলেন।

আকরা ইবনু হাবিস তামীমী (রা.) বললেন: “আমার দশটি পুত্র আছে, আমি তাদের কাউকেই কোনোদিন চুম্বন করিনি।”

রাসূলুল্লাহ (সা.) তার দিকে তাকালেন, তারপর বললেন: “যে দয়া করে না, তাকে দয়া করা হয় না।”

(বুখারী : ৫৯৯৭)

48

উবাদা ইবনুস সামিত (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন যে,

“ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।”

(ইবনু মাজাহ : ২৩৪০)

47

নু’আয়ম মুজমির (রহ.) হতে বর্ণিত,
“আমি আবূ হুরাইরাহ (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি উযূ করে বললেন: “আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি:

“কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় ডাকা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।”””

(বুখারী : ১৩৬)

46

“হে মু’মিনগণ! তোমরা যা উপার্জন করো এবং আমরা যা যমীন থেকে তোমাদের জন্য উৎপাদন করি, তা থেকে যা উৎকৃষ্ট, তা ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না; অথচ তোমরা তা গ্রহণ করবে না, যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।”

(২. সূরাতুল বাকারাহ : ২৬৭)

45

আয়িশাহ (রা.) হতে বর্ণিত:

“আমি হায়িয অবস্থায় পানি পান করে সে পাত্র রাসূলুল্লাহ (সা.)-কে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি তাঁর মুখ লাগিয়ে পান করতেন। আমি হায়িয অবস্থায় হাড়ের টূকরা চুষে তা রাসূলুল্লাহ (সা.)-কে দিতাম। তিনি আমার মুখ লাগানো স্থানে তার মুখ লাগাতেন।”

(মুসলিম : ৩০০)