Da'waat

44

উমর ইবনু খাত্তাব (রা.) থেকে বর্ণিত,
তিনি বলেন: “একবার নবী (সা.)-এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে। বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল। তার স্তন দুধে পূর্ন ছিল। সে বন্দীদের মধ্যে কোনো শিশু পেলে তাকে ধরে কোলে নিতো এবং দুধ পান করাতো।

নবী (সা.) আমাদের বলেন: “তোমরা কি মনে করো, এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে?”

আমরা বললাম: “না। ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো করবে না।”

তারপর তিনি বলেন: “এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু।””

(বুখারী : ৫৯৯৯)

43

আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম (অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে)।”

(বুখারী : ২৪৪৩)

42

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“কোনো মু’মিন পুরুষ কোনো মু’মিন নারীর (স্ত্রীর) প্রতি বিদ্বেষ-ঘৃণা পোষণ করবে না; (কেননা) তার কোনো চরিত্র-অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো (চরিত্র-অভ্যাস) টি সে পছন্দ করবে।”
……. কিংবা (এ ধরনের) অন্য কিছু বলেছেন।

(মুসলিম : ১৪৬৯)

41

উমার ইবনুল খাত্তাব (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যে ব্যক্তি আল্লাহর নামের যিকিরের জন্য একটি মাসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন।”

(ইবনু মাজাহ : ৭৩৫)

40

জাবির (রা.) হতে বর্ণিত,
নবী (সা.) বলেছেন:

“যখন তোমাদের কাউকে কোনো স্ত্রীলোক মুগ্ধ করে এবং তা তার মনকে প্রলূব্ধ করে, তখন সে যেন তার (নিজের) স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলন করে। এতে তার মনে যা আছে, তা দূর হবে।”

(মুসলিম : ৩২৭৯)

39

“হে মুমিনগণ, ইয়াহূদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না।”

(৫. সূরাতুল মায়িদাহ : ৫১)

38

আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে, ততক্ষণ কিয়ামাত সংঘটিত হবে না।”

(ইবনু মাজাহ : ৭৩৯)

37

আবূ মূসা (রা.) হতে বর্ণিত,
সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন: “ইয়া রাসূলুল্লাহ (সা.)! ইসলামে কোন কাজটি উত্তম?”

তিনি বললেন: “যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।”

(বুখারী : ১১)

36

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“মুনাফিকের আলামত ৩টি:
১. যখন কথা বলে মিথ্যা বলে,
২. যখন ওয়াদা করে ভঙ্গ করে, এবং
৩. আমানত রাখা হলে খিয়ানত করে।”

(বুখারী : ৩৩)

35

আবদুল্লাহ‌ ইবনু আমর (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।

১. আমানত রাখা হলে খিয়ানত করে;
২. কথা বললে মিথ্যা বলে;
৩. চুক্তি করলে ভঙ্গ করে; এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়।”

(বুখারী : ৩৪)