71

আবদুল্লাহ ইবনু সালাম (রা.) বলেছেন,
“নবী (সা.) যখন (হিজরত করে মক্কা থেকে) মদীনায় এলেন, তখন লোকেরা তাঁর নিকট যেতে লাগলো এবং বলাবলি করতে লাগলো: “আল্লাহর রাসূল (সা.) এসেছেন,
আল্লাহর রাসূল (সা.) এসেছেন,
আল্লাহর রাসূল (সা.) এসেছেন।”
(তিনবার)

আমিও লোকজনের সাথে (তাঁকে) দেখতে গেলাম। আমি তাঁর মুখমন্ডল উত্তমরূপে দেখার পর বুঝতে পারলাম যে, এই চেহারা মিথ্যাবাদীর না।

সর্বপ্রথম তাঁর মুখে আমার শোনা কথা এই যে,
তিনি বললেন:

“হে লোকসকল! তোমরা:

(১) সালামের ব্যাপক প্রচলন করো,
(২) আহার করাও,
(৩) আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো, এবং
(৪) লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা সালাত আদায় করো।

শান্তিতে জান্নাতে প্রবেশ করো।””

(ইবনু মাজাহ : ৩২৫১)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.